কেন্দ্রীয় কারাগারে দুপুরে মাছ-ভাত, রাতে মাংস-পোলাও

ঢাকা কেন্দ্রীয় কারাগার (ছবি– প্রতিনিধি)

ঈদুল আজহা উপলক্ষে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দিদের জন্য এবার বিশেষ খাবারের আয়োজন করেছে কর্তৃপক্ষ। আনন্দঘন পরিবেশে ইতোমধ্যে সকাল ও দুপুরের খাবার খেয়েছেন বন্দিরা। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবীর বাংলা টিব্রিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

জেল সুপার ইকবাল কবীর বলেন, ‘এবার বন্দিদের সকালে পায়েস ও মুড়ি দেওয়া হয়েছে,  দুপুরে দেওয়া হয়েছে সাদা ভাত, আলুরদম ও রুই মাছ। আর রাতের খাবারে দেওয়া হবে সাদা পোলাও, গরুর মাংস, মুরগির মাংস, মিষ্টি ও পান-সুপারি।’