নৌকা থেকে তুরাগে পড়ে নিখোঁজ কলেজছাত্রের সন্ধান মেলেনি

নদীতে ডুবে নিখোঁজ

গাজীপুরে তুরাগ নদীতে ডুবে নিখোঁজ হওয়া কলেজছাত্র রাজীব মিয়ার (১৯) সন্ধান মেলেনি। গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে নৌকা থেকে তুরাগে পড়ে ডুবে যান রাজীব; আজ বুধবার দ্বিতীয় দফায় উদ্ধার তৎপরতা চালিয়েও তার সন্ধান পায়নি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিখোঁজ রাজীব মিয়া টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওয়ার কুমারজানি এলাকার আবুল মিয়ার ছেলে এবং মির্জাপুর সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

নিখোঁজের বন্ধু আমির হামজা বলেন, ‘মির্জাপুর থেকে রাজীবসহ ৪৯ জনের একটি দল নৌকাযোগে মিরপুর বোটানিক্যালে গার্ডেনে পিকনিকে যায়। ফেরার পথে রাত ৯টার দিকে গাজীপুরের বাঘিয়া নদীরপাড় এলাকায় নৌকার ছাদ থেকে রাজীব মিয়া তুরাগ নদীতে পড়ে মুহূর্তের মধ্যে ডুবে যায়। এসময় তাকে অনেক খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়।’

টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি সাইফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে রাতে ঘটনাস্থলে খোঁজাখুঁজি করে রাজীবের সন্ধান পায়নি। বুধবারও দ্বিতীয় দফায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার চেষ্টা করে, তবে তার খোঁজ পায়নি।’