শনিবার (৩১ আগস্ট) উপজেলার কুচিয়ামোড়া আদর্শ ডিগ্রি কলেজ এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে র্যাব-১১।
র্যাব-১১, সিপিসি-১ এর পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান জানান, গাংচিল বাস কাউন্টারের সামনে লুঙ্গি ফেরি করে বিক্রির আড়ালে ইয়াবা বিক্রি করা হচ্ছিল—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫ হাজার ৩০ পিস ইয়াবা, মাদক বিক্রির এক হাজার ১০০ টাকা, মোবাইল সেট জব্দ করা হয়েছে। সে কক্সবাজার ও চাঁদপুর থেকে ইয়াবা এনে মুন্সীগঞ্জ জেলায় ব্যবসা করতো। এই ঘটনায় সিরাজদিখান থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।