মির্জাপুরে নৌকাডুবি, নিখোঁজের ২৯ ঘণ্টা পর কলেজছাত্রীর লাশ উদ্ধার

01টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ডুবে নিখোঁজের প্রায় ২৯ ঘণ্টা পর নীলিমা (১৭) নামে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার এলাংজানী নদীর নাগরপাড়া খেয়াঘাটের এক কিলোমিটার ভাটি থেকে তার লাশ উদ্ধার করা হয়। টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক এ তথ্যটি নিশ্চিত করেছেন।

নীলিমা উপজেলার মজদই গ্রামের আলম লষ্করের মেয়ে ও উপজেলার নতুন কহেলা কলেজের একাদশ শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্রী ছিলেন।

স্থানীয়রা জানায়, রবিবার দুপুরে কলেজ ছুটির পর এক শিক্ষকসহ ৩০/৩২ জন শিক্ষার্থী নৌকায় করে ওই নদী পার হওয়ার সময় মাঝ নদীতে নৌকা ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও নীলিমা নিখোঁজ হন।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করলেও রবিবার সন্ধ্যা পর্যন্ত না পেয়ে অভিযান শেষ করে। পরে পুনরায় সোমবার ঢাকা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল আসলে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সঙ্গে যুক্ত হয়ে উদ্ধার অভিযান চালায়। একপর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থলের এক কিলোমিটার ভাটি থেকে ওই কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়।