শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল শুরু

 

ফেরি চলাচল শুরু (ফাইল ছবি)প্রায় আট ঘণ্টা বন্ধ থাকার পর পদ্মার শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনটি রো রো ফেরিসহ ছয়টি ফেরি চলাচল শুরু হয়। ফেরিগুলো কম যানবাহন লোড করে ঘাট ছেড়ে যাচ্ছে। এর আগে ভোর সাড়ে ৩টার দিকে নাব্য সংকটের কারণে ১৭টি ফেরি বন্ধ হয়ে যায়।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী জানান, বেলা সাড়ে ১১টার দিকে এ রুটে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়েছে। নাব্য সংকটে গত কয়েকদিন ধরে ফেরি চালাচল বাধাগ্রস্ত হচ্ছে। লোড করে নিয়ে গিয়ে চ্যানেলের মুখে নাব্য সংকটের কবলে পড়ে আবার ফেরিগুলো ফিরে আসে। পর্যাপ্ত গভীরতা না থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।

এদিকে, ফেরি বন্ধ থাকার কারণে শিমুলিয়া ঘাটে চার শতাধিক গাড়ি পারের অপেক্ষায় আছে। এর মধ্যে প্রাইভেটকার, বাস ও ট্রাকের সংখ্যাই বেশি।