ক্যাসিনো ‍ইস্যুতে গুজব ছড়ানো যাবে না: বেনজির আহমেদ

 

র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদশুধু ক্যাসিনো নয় অপরাধমূলক যেকোনও কর্মকাণ্ড র‌্যাব দমন করবে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর মহাপরিচালক বেনজির আহমেদ। তিনি বলেন, ‘রাষ্ট্রের স্বার্থ রক্ষার্থে সরকার যখন যে সিদ্ধান্ত নেবে, তা বাস্তবায়ন করবে র‌্যাব। ক্যাসিনো বা কোনও কিছু নিয়ে দেশে আতঙ্ক বা গুজব ছড়ানো যাবে না।’

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের (শেহাবি) অস্থায়ী ক্যাম্পাসে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে সেখানে রচনা প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বেনজির আহমেদ বলেন, ‘অভিযানে কেউ ধরা পড়ার সঙ্গে সঙ্গে ভিডিও বা ছবি তুলে প্রচার করা হয়, সে বিষয়টি বিবেচনায় নিতে হবে। কোনও ভুল তথ্য দিয়ে যেন কোনও কিছু প্রচার না করা হয়, সে বিষয়ে সাংবাদিকদেরও সজাগ দৃষ্টি দিতে হবে। তদন্তে দোষী প্রমাণিত না হওয়ার আগে কারও সঙ্গে এমন হলে সেই ব্যক্তি সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হন।’

অনুষ্ঠানে নরসিংদী জেলার পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদার, নেত্রকোনা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আকবর আলী মুন্সি, গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর এ আলম উপস্থিত ছিলেন।