ছাত্রলীগ নেতা রবিন বলেন, ‘সমাজে জন্মদিনের আয়োজন এখন অনেকটা উৎসবে রূপ নেয়। প্রধানমন্ত্রীর জন্মদিনের এই উৎসবে কোমলমতি শিশুদের উৎসাহ জোগাতে এবং কিছুটা সহায়তা করতেই এসব উপকরণ দেওয়া হয়েছে। এতে শিশুরা প্রধানমন্ত্রীর জন্মদিনের তারিখ ও সাল জানার পাশাপাশি তার নাম ও বয়স জানতে পেরেছে। তাছাড়া বিভিন্ন শিক্ষা উপকরণ পেয়ে খুশি হয়েছে তারা।’
‘ফাপা’ পরিচালিত বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আজিজুল ইসলাম জানায়, প্রধানমন্ত্রীর জন্মদিনে আমরা নতুন বই-খাতা-কলম পেয়েছি। খুব আনন্দ লাগছে। একই অভিব্যক্তি প্রকাশ করে তার সহপাঠী প্রতিবন্ধী শিশু সাব্বিরও।
‘ফাপা’র প্রতিষ্ঠাতা পরিচালক প্রকৌশলী শিব্বির আহমেদ জানান, সাধারণত পথশিশুরাই এ বিদ্যালয়ের শিক্ষার্থী। শ্রীপুর পৌরসভায় ‘ফাপা’র মোট চারটি বিদ্যালয় রয়েছে। প্রধানমন্ত্রীর ৭৩তম জন্মদিনে শনিবার ফখরুদ্দিন মোড়ের বিদ্যালয়টির মোট ১৫৫ শিক্ষার্থী শিক্ষা উপকরণ পেয়েছে। আমাদের দেশের প্রচলিত রীতিতে যার জন্মদিন সাধারণত সেই উপহার পেয়ে থাকে। এক্ষেত্রে তা না হয়ে, শিশুরা পেয়েছে উপহার।