বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ড. রাজিউর রহমান

ড. রাজিউর রহমানবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নতুন প্রক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন আইন বিভাগের সহকারী অধ্যাপক ড. রাজিউর রহমান। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে অফিস আদেশের মাধ্যমে তাকে প্রক্টর হিসেবে নিযুক্ত করা হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নুরুদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুরে শারীরিক অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করেন বশেমুরবিপ্রবির সাবেক প্রক্টর আশিকুজ্জামান ভুঁইয়া।
এদিকে ড. রাজিউর রহমান প্রক্টর হিসেবে নিযুক্ত হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
সিভিল ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সৈকত বলেন, বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষককে আদর্শ হিসেবে মনে হয় তার মধ্যে তিনি (ড. রাজিউর রহমান) অন্যতম। আমরা যখন হামলার শিকার হই তখন আশিকুজ্জামান ভুঁইয়া প্রক্টর থাকা সত্বেও আমাদের খোঁজ না নিয়ে মোবাইল ফোন বন্ধ করে রাখেন কিন্তু রাজিউর রহমান স্যার প্রতিটি মুহূর্তে আমাদের পাশে ছিলেন। শুধু নৈতিক দায়বদ্ধতা থেকে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে রাতের পর রাত ক্যাম্পাসে অবস্থান করেছেন। এমন একজন ব্যক্তিকে প্রক্টর হিসেবে পেয়ে আমরা আনন্দিত।