মুন্সীগঞ্জে ইলিশ ধরার অপরাধে ৪৮ জনের কারাদণ্ড



কারাদণ্ডপ্রাপ্তরামুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে মা ইলিশ মাছ ধরা ও কেনার অপরাধে ৪৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৪ অক্টোবর) বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াস শিকদার ও রিয়াজুর রহমান এই দণ্ড দেন।

লৌহজং উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ইদ্রিস আলী তালুকদার জানান, ৬৪ জনের মধ্যে ১৬ জনের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাদেরকে সতর্ক করে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। কারাদণ্ডপ্রাপ্ত ৪৮ জনের মধ্যে ৩৩ জন মৎসজীবী ও ১৫ জন ক্রেতা। জব্দ করা জাল বিনষ্ট ও ৩শ কেজি ইলিশ ১০টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

ইদ্রিস আলী তালুকদার জানান, ভ্রাম্যমাণ আদালত তাদেরকে সর্বনিম্ন তিন দিন থেকে সর্বোচ্চ ২০ দিন পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এর আগে ভোররাতে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে লৌহজং নৌপুলিশ, লৌহজং থানা পুলিশ ও কোস্টগার্ড। অভিযানে ৬৪ জনকে আটক, প্রায় এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩শ কেজি মা ইলিশ জব্দ করা হয়।