জাবির সহকারী প্রক্টরের বিরুদ্ধে শিক্ষার্থীকে লাঞ্ছনার অভিযোগ

জোর করে ঢুকার চেষ্টা করায় প্রক্টোরকে বাধা দিচ্ছে শিক্ষার্থীরা



দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে টানা তৃতীয় দিনের মতো সর্বাত্মক ধর্মঘট পালন করছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। ধর্মঘট চলাকালে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মহিবুর রৌফ শৈবাল আন্দোলনরত এক শিক্ষার্থীকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।  বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ও মানবিকী অনুষদ ভবনের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন। 

তবে এই অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) আ.স.ম ফিরোজ-উল-হাসান বলেন, ছাত্রদের বুঝাতে গিয়ে সহকারী প্রক্টর মহিবুর রৌফ লাঞ্ছনার শিকার হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধর্মঘটের সমর্থনে বুধবার সকাল থেকেই 'দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' ব্যানারে বিশ্ববিদ্যালয়ের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন এবং বিভিন্ন একাডেমিক ভবন অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তখন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি নজির আমিন চৌধুরী জয় পুরাতন কলা ও মানবিকী অনুষদ ভবনের ফটকের সামনে অবস্থান করছিলেন। এসময় কয়েকজন শিক্ষার্থী জোর করে ভবনে ঢুকতে গেলে এ লাঞ্ছনার ঘটনা ঘটে।

আন্দোলনরত শিক্ষার্থীরা

নজির আমিন চৌধুরী জয় বলেন, 'কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী ভবনে প্রবেশ করতে চাইলে আমি তাদের আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরে ক্লাস-পরীক্ষা থেকে বিরত থাকার অনুরোধ জানাই। অনেকেই এ অনুরোধে সাড়া দেন। পরে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থী এসে বল প্রয়োগের চেষ্টা করে। এসময় সহকারী প্রক্টর মহিবুর রৌফ শৈবাল এসে আমাকে টেনে হিঁচড়ে মাটিতে ফেলে দেন।'
অভিযোগের বিষয়ে জানতে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক সহকারী প্রক্টর মহিবুর রৌফ শৈবালকে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন ধরেননি।

মহিবুর রৌফ লাঞ্ছনার শিকার হয়েছেন দাবি করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) আ.স.ম ফিরোজ-উল-হাসান বলেন, 'সাধারণ শিক্ষার্থীরা ভবনে ঢুকার চেষ্টা করছিল। আন্দোলনরত-শিক্ষার্থীরা ফটক থেকে সরছিল না। এসময় সহকারী প্রক্টর গিয়ে তাকে সরিয়ে নেয়। এখানে বল প্রয়োগের কোনও ঘটনা ঘটেনি।'

তিনি আর বলেন,‘ওই ঘটনার সময় 'কেউ একজন' সহকারী প্রক্টর মহিবুর রৌফের তলপেটে হাটু দিয়ে আঘাত করেছে। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।’