ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

গ্রেফতার আবেদ উকিলডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবেদ উকিলকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে সদর থানা পুলিশ তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য জানান।

এর আগে মামলাটি দায়ের করেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুকান্ত বিশ্বাস। ফেসবুকে অশালীন ও আপত্তিকর তথ্য ছড়িয়ে চেয়ারম্যান সুকান্ত বিশ্বাসের সুনাম ক্ষুণ্ন ও হেয় প্রতিপন্ন করার অভিযোগ এনে এই মামলা করা হয়। মামলার অপর আসামি উপজেলার গান্ধিয়াশুর গ্রামের সহাদেব বিশ্বাসের ছেলে পবিত্র বিশ্বাস পলাতক রয়েছেন।

মামলার বাদী সুকান্ত বিশ্বাস বলেন, ‘আবেদ উকিলের নেতৃত্বে কলপুর, সুরগ্রাম ও রাউৎপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও জুয়ার আড্ডা চলে আসছে। তারা বৌলতলী এলাকায় কুমার ও মধুমতি নদীতে মাছ ধরতে আসা জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করে থাকে। এসব কাজে বাধা দেওয়ায় তারা ফেসবুকে অশালীন ও আপত্তিকর তথ্য ছড়িয়ে আমার সুনাম ক্ষুণ্ন করেছে। তাই আমি এই মামলা করেছি।’

ওসি মনিরুল ইসলাম বলেন, ‘চেয়ারম্যান সুকান্ত বিশ্বাসের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর আবেদ উকিল ও পবিত্র বিশ্বাসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রেকর্ড করা হয়েছে। আবেদ উকিলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামি পবিত্র বিশ্বাসকেও গ্রেফতারের চেষ্টা চলছে।’