ফরিদপুরে ধর্ষণের আসামি ‌‌‘বন্দুকযুদ্ধে’ নিহত

বন্দুকযুদ্ধফরিদপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি ইয়াসিন মোল্লা (২২) বন্দুকযুদ্ধে নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে শহরের রথখোলা লঞ্চঘাট জোড়া ব্রিজের সামনে এই ঘটনা ঘটে।

ইয়াসিন মোল্লা শহরের ওয়ারলেস পাড়ার মনি মোল্লার ছেলে। তার বিরুদ্ধে তিনটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফরিদপুর কোতোয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) বেলাল হোসাইন বলেন, ‘রাজেন্দ্র কলেজের মেলার মাঠের সিসিটিভি ফুটেজ থেকে আসামির ছবি সংগ্রহ করে ইয়াসিনকে চিহ্নিত করা হয়। এরপর স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। পরে তাকে নিয়ে অভিযানে নামলে আসামির অপর সহযোগী ও পুলিশের মধ্যে গোলাগুলি হয়। এ সময় নিহত হয় ইয়াসিন। এই ঘটনায় আহত হয় তিন পুলিশ সদস্য।’

পুলিশ জানায়, পরে সেখান থেকে ইয়াসিনকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর প্রতিবন্ধী ওই কিশোরীকে বিকালে রাজেন্দ্র কলেজের মেলার মাঠ থেকে তুলে ধর্ষণ করা হয়। পরের দিন পাশের টেলিগ্রাম অফিসের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।