টাঙ্গাইলে ভুয়া প্রশ্নফাঁস চক্রের এক সদস্য আটক

আটক নাঈম টাঙ্গাইলের বাসাইলে ভুয়া প্রশ্নফাঁস চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে বাসাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে নাঈম সিদ্দিকী (১৭) নামের ওই তরুণকে আটক করা হয়। নাঈম সিদ্দিকী উপজেলার বার্থা উত্তরপাড়া গ্রামের আবু আশরাফের ছেলে।

র‌্যাব-১২, সিপিসি-৩ ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শফিকুর রহমান বলেন, ভুয়া প্রশ্নফাঁসকারী চক্রের সক্রিয় নাঈম। ভুয়া প্রশ্নপত্র দিয়ে বিকাশের মাধ্যমে প্রতারণা করে টাকা আদায় করতো সে। অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।এসময় তার কাছ প্রশ্নের ৩০টি স্ত্রিন শর্ট, একটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড এবং নগদ ১৫৮০ টাকা উদ্ধার করা হয়।

উদ্ধার করা মোবাইল ফোন, টাকাতিনি আরও বলেন, নাঈমের ব্যবহৃত মোবাইলে তিনটি  ভিন্ন নামে ফেইসবুক আইডি খোলা আছে। এগুলো হলো, Niyem Sikder, SI Niyem Sikder, NS Niyem. Niyem Sikder। মেসেঞ্জারের মাধ্যমে Sakila Parvin, Bakiul, Fahim, Md, Hackers, Pervez Hossan, Taspiya Orin, Farhan, Kamruzzaman সহ অনেকের সঙ্গে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র টাকার বিনিময়ে দেওয়া নিয়ে কথা বলেছে।