পদ্মায় ধরা পড়লো ২৫ কেজির বাঘাআইড়

 

পদ্মায় ধরা পড়লো ২৫ কেজির বাঘাআইড়রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে বাসুদেব নামে এক জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের এক বিশাল বাঘাআইড় মাছ। মাছটি বিক্রি হয়েছে ২৭ হাজার ৫০০ টাকায়।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ঘাটে মাছটিকে আসলে এক নজর দেখতে ভিড় জমান অনেকে। মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যাবসায়ী চান্দু মোল্লা।

চান্দু মোল্লা বলেন, ‘শনিবার গভীর রাতে বাসুদেবের জালে মাছটি ধরা পড়লে আমি রবিবার ভোরে ৯০০ টাকা কেজি দরে ২২ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেই। পরে ঢাকার এক খদ্দেরের কাছে ২৭ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করি।’

উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, ‘এ মৌসুমে এখন পদ্মা নদীতে বড় ধরনের মাছ পাওয়া যাবে। তবে এবার এত বড় বাঘাআইড় মাছ এই প্রথম জেলেদের জালে ধরা পড়লো। সাধারণত কৌনা ও ফাইস্যা জালে এ ধরনের বড় মাছ ধরা পড়ে।’