বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়করোনা ভাইরাসের কারণে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর ড. মো. নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এ সময় শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় উদ্ভূত পরিস্থিতির কারণে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১৮ মার্চ হতে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া আগামী ২২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে।

এদিকে আগামী ১৮ মার্চ সকাল ১০টার মধ্যে সকল আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। ৩১ মার্চ সকাল ১০টায় হল খুলে দেওয়া হবে।