শিবচর লকডাউন

90441205_2846953918732361_6253499527169310720_n
করোনা সতর্কতার অংশ হিসেবে মাদারীপুর জেলার শিবচর উপজেলাকে লকডাউন করা হয়েছে। লকডাউন চলাকালে ওই এলাকায় কেউ প্রবেশ করতে পারবেন না, কেউ বেরও হতে পারবেন না। সবাইকে ঘরে থাকতে হবে। শুধু জরুরি সেবা অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে এক জরুরি সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, ‘ওষুধ, কাঁচামাল, মুদি দোকান, জরুরি সেবা বাদে সব দোকানপাট ও গণপরিবহন বন্ধ থাকবে। করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৯ মার্চ সন্ধ্যা থেকে এই লকডাউন শুরু হবে।’

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান, শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবির মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ।

ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ জানান, জেলায় ২২০ জন হোম কোয়ারেন্টিনে আছেন, হাসপাতালে কোয়ারেন্টিনে আছেন একজন, আইসোলেশনে আছেন চার জন। এছাড়া ১৩৬ জনকে হোম কোয়ারেন্টিন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে একই দিন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, করোনা সতর্কতায় দেশের কিছু এলাকা লকডাউন করা হতে পারে।