ঘোড়াশালে করোনা সংক্রমণ না পাওয়ায় লকডাউন প্রত্যাহার

নরসিংদীনরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় পিরিন্দার টেক মহল্লার দুই বাড়ির লকডাউন প্রত্যাহার করা হয়েছে। আইইডিসিআরের নমুনা পরীক্ষায় সন্দেহভাজন এক ব্যক্তির শরীরে করোনাভাইরাসের সংক্রমণ না পাওয়ায় শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে লকডাউন প্রত্যাহার করা হয়েছে।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) ফারহানা আলী এ তথ্য নিশ্চিত করেছেন। 

ফারহানা আলী জানান, গত বুধবার পিরিন্দার টেক মহল্লায় এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে দুটি বাড়ি লকডাউন করা হয়। পরে ওইদিন সন্ধ্যায় সন্দেহভাজন ব্যক্তির (৪০) নমুনা সংগ্রহ করে ঢাকায় স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। পরে আজ শুক্রবার দুপুরে আইইডিসিআর থেকে ওই পুরুষের করোনা রিপোর্ট নেগেটিভ আসে। পরে লকডাউন খুলে দেওয়া হয়েছে। তবে তারা অন্তত ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকবেন। এসময় সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল তৌফিক ও ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম উপস্থিত ছিলেন।