গোপালগঞ্জে আইসোলেশন ওয়ার্ডে একজনকে ভর্তি

গোপালগঞ্জজ্বর, কাশি ও গলাব্যথা নিয়ে এক ব্যক্তিকে (৩৫) গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) রাত ১২টার দিকে ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হন।
গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাতে জ্বর-কাশি ও গলাব্যথা নিয়ে ওই ব্যক্তি আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এ পাঠানো হয়েছে।
তিনি জানান, এখন পর্যন্ত জেলার ১৮ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছে। তবে পাঠানো নমুনার রিপোর্ট এখনও তারা হাতে পাননি।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান খান জানিয়েছেন, ওই ব্যক্তির বাড়ির অন্য সদস্যদেরকে হোম কোয়ারেন্টিনে থাকার জন্য বলা হয়েছে। এদিকে গত ১৪ দিনে হোম কোয়ারেন্টিন শেষ করেছেন ৫৪ জন। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে ছয় প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। এ নিয়ে জেলায় মোট হোম কোয়ারেন্টিনের সংখ্যা ১৮১।