করোনা আক্রান্ত হয়ে মৃত্যু, ছিল না কোনও উপসর্গ

করোনাভাইরাসশরীয়তপুরের ডামুড্যায় করোনা আক্রান্ত হয়ে মতিন খান (৪৫) নামে এক পান বিক্রেতার মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) তিনি মারা যান। বুধবার (২২ এপ্রিল) তার নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজেটিভ পাওয়া যায়। তবে তার করোনার কোনও লক্ষণ ছিল না।

ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বিশাকুড়ি গ্রামের বাসিন্দা মতিন লিভার সিরোসিস রোগী। সম্প্রতি তার স্ত্রী তাকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে চিকিৎসা শেষে ৮ এপ্রিল তারা বাড়িতে চলে আসেন। এরই মধ্যে স্ত্রীর ঠান্ডা, জ্বরে আক্রান্ত হলে ১৫ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পরীক্ষার জন্য পাঠানো হয়। ১৭ এপ্রিল রিপোর্ট পজেটিভ আসলে ওই পরিবারসহ আশেপাশের ৩০টি পরিবারকে লকডাউন করা হয়। পরে মতিন ও তার মাসহ আশেপাশের বেশ কয়েকজনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। ২২ এপ্রিল ওই ব্যক্তি ও তার মায়ের রিপোর্ট পজেটিভ আসে। তবে করোনার কোনও উপসর্গ তাদের না থাকায় বাড়িতেই আইসোলেশনে ছিলেন। এই অবস্থায় রবিবার দুপুরে তিনি মারা যান। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ মোস্তফা খোকন বলেন, তিনি করোনা আক্রান্ত হলেও করোনার কোনও উপসর্গ ছিল না। তিনি দীর্ঘমেয়াদী লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। রবিবার হঠাৎ করেই তিনি মারা যান।
প্রসঙ্গত, এখন পর্যন্ত শরীয়তপুরে ২১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দু’জন মারা গেছেন। বাবি ১৯ জন হোম আইসোলেশনে রয়েছেন।