শরীয়তপুরে আরও ৪ জন করোনা পজিটিভ, মোট ৩৯

করোনাভাইরাস

শরীয়তপুরে নতুন করে আরও  চার ব্যক্তি করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। আইইডিসিআরের পাঠানো রিপোর্টের ভিত্তিতে সোমবার (৪ মে) জেলা স্বাস্থ্য প্রশাসন এ তথ্য জানিয়েছে। এ নিয়ে শরীয়তপুরে মোট করোনা পজিটিভের সংখ্যা দাঁড়ালো ৩৯ জনে।

জেলা স্বাস্থ্য প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার দুপুরে পাওয়া রিপোর্টে নতুন করে চার ব্যক্তির কোভিড-১৯ পজিটিভ এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে গোসাইরহাট উপজেলার ইদিলপুর ও আলাওলপুর ইউনিয়নের ২ জন, জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের একজন এবং সদর উপজেলার চিকন্দী ইউনিয়নে একজন। আক্রান্ত ব্যক্তিরা সম্প্রতি ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে এসেছেন। আক্রান্তদের মধ্যে দু’জন পুরুষ ও দু’জন নারী। এদের বয়স ২৫ থেকে ৩৫ বছর। স্থানীয় প্রশাসন ইতোমধ্যেই আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ আশেপাশের বাড়িগুলো লকডাউন করার লক্ষ্যে কাজ করছে।

জেলার করোনাবিষয়ক ফোকাল পারসন সমন্বয়ক ডা. আব্দুর রশীদ বলেন, ‘নতুন আক্রান্তদের মধ্যে একজন আগে থেকেই শরীয়তপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের উপসর্গ না থাকায় তাদের নিজ বাড়িতেই হোম আইসোলেশনে রাখা হয়েছে।

উল্লেখ্য, জেলায় এপর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৯ জন। এর মধ্যে নড়িয়া ও ডামুড্যা উপজেলায় দুই ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। একজন  ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং একজন শরীয়তপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।