নিয়ম লঙ্ঘন করে দোকান খোলা রাখায় ২৯ লিটার তেল জব্দ করলেন ওসি

এই দোকান থেকে তেল নিয়ে যাওয়া হয়েছেমাদারীপুরের শিবচরে সরকারি নির্দেশনা না মেনে বিকাল ৪টার পর খোলা রাখায় একটি দোকান থেকে ২৯ লিটার জ্বালানি তেল জব্দ করেছেন শিবচর থানার ওসি। দোকান মালিক নিজে উপস্থিত না থেকে তার অপ্রাপ্তবয়স্ক ছেলেকে দোকানে বসিয়ে রেখেছিলেন।  

এ বিষয়ে ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘দোকানদার ৪টার পর দোকান খোলা রেখেছিলেন। তার ওপর তিনি নিজে দোকানে ছিলেন না। ছোট একটি ছেলেকে দিয়ে দোকানে ব্যবসা করাচ্ছিলেন। তাই তেল জব্দ করে এনেছি। দোকানদারকে পেলে তেল না এনে তাকেই নিয়ে আসতাম। তেল যেভাবে ছিল সেভাবেই আছে।’

যাদুয়ারচরে রিমন অয়েল হাউস নামের ওই দোকান মালিক লতিফ সরদারের দাবি, শনিবার (৯ মে) দুপুরের পর তিনি দোকানের অর্ধেক বন্ধ করে ছেলেকে বসিয়ে রেখে বাড়িতে গিয়েছিলেন। এরপর বৃষ্টির কারণে দোকানে আসতে পারেননি। এরইমধ্যে পুলিশ এসে অকটেনের ৫ লিটারের একটি ক্যান, পেট্রোলের ৫ লিটারের একটি ক্যান, দুই লিটারের ২টি বোতল এবং এক লিটারের ১৫টি বোতলসহ মোট ২৯ লিটার তেল জব্দ করেছে। 

তিনি বলেন, ‘যদি দোকান খোলা রাখা অন্যায় হয় তাহলে ওসি সাহেব আমাকে কিছু জরিমানা করতেন। কিন্তু তিনি তেল নিয়ে গেলেন কেন?'

এ বিষয়ে ওসি বলেন, ‘ওই ব্যবসায়ী এখন আমার কাছে আসবেন, আমি দোকান খোলা রাখার জন্য তাকে জরিমানা করবো। রাস্তার ওপরে তেলের বোতলগুলো রাখা ছিল, তাই তেল জব্দ করে থানায় নিয়ে এসেছি। তেল সুন্দরভাবে তালা মেরে রেখে দিয়েছি।’

জরিমানা করার এখতিয়ার তার আছে কিনা জানতে চাইলে বলেন, ‘মোবাইল কোর্ট দিয়ে জরিমানা করাবো।’