গোপালগঞ্জে নতুন সাত জনসহ ১১২ জনের করোনা

গোপালগঞ্জগোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও সাত জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট ১১২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হলো। আক্রান্তদের মধ্যে ৪৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এছাড়া ৬৭ জন বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এই সব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আক্রান্তদের মধ্যে ৬৬ জন গোপালগঞ্জের বিভিন্ন হাসপাতালে ও একজন ঢাকায় চিকিৎসাধীন এবং একজনের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে কোটালীপাড়া উপজেলার তিন জন, কাশিয়ানী উপজেলার একজন, টুঙ্গিপাড়া উপজেলার একজন ও গোপালগঞ্জ সদর উপজেলার দুই জন রয়েছেন। আক্রান্তদের বাড়িসহ আশেপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়া আক্রান্তদের আইসোলেশনে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।