পুরো মাসের বেতনের টাকা দিয়ে ৭৫ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন চিকিৎসক

চিকিৎসক লুৎফর রহমান এক দুস্থ নারীর হাতে খাবার তুলে দিচ্ছেনএকমাসের বেতনের পুরো অর্থ দিয়ে ৭৫টি পরিবারকে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী ও নতুন কাপড় দিয়েছেন মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক লুৎফর রহমান। শুক্রবার (২২ মে) বিকালে নিজ বাড়ি সাটুরিয়া উপজেলার সাহেবপাড়াসহ আশপাশের কয়েকটি এলাকার দুস্থ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে এসব উপহার সামগ্রী পৌঁছে দেন তিনি।

প্রতিটি পরিবারের জন্য উপহার সামগ্রীর মধ্যে রয়েছে—পাঁচ কেজি চাল, দেড় কেজি পোলাও চাল, এক কেজি চিনি, দুই কেজি আলু, এক লিটার তেল, এক কেজি পেঁয়াজ ও সেমাই। এছাড়া আরও ১৪টি পরিবারের মাঝে তিনি শাড়ি ও কাপড় বিতরণ করেন।

ডা. লুৎফর রহমান বলেন, 'করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া ৭৫টি দুস্থ পরিবার যেন ঈদ আনন্দ উপভোগ করতে পারে, এ জন্য এক মাসের পুরো অর্থ দিয়ে তাদের সহযোগিতা করার চেষ্টা করেছি মাত্র।'

 গত মাসেও পুরো মাসের বেতন দিয়ে খাদ্য সহায়তা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেন ড. লুৎফর রহমান ।