শ্রমিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ ৬ দাবিতে বিক্ষোভ

শ্রমিকদের বিক্ষোভনারায়ণগঞ্জ সদরের কায়েমপুরে অবস্থিত ফকির নিটওয়ারের শ্রমিকদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারসহ ছয়টি দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। সোমবার (১ জুন) শহরের চাষাড়া শহীদ মিনারের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ২ নম্বর রেলগেট প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। এরপর প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন শ্রমিকরা।

নারায়ণগঞ্জ জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, 'ফকির নিটওয়্যার শ্রমিকদের মিথ্যা মামলা প্রত্যাহার, হামিদ ও টাইম সোয়েটারে শ্রমিক ছাঁটাই ও লে-অফ বাতিল, প্যারাডাইজ ক্যাবলসের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ, ওল্ড টাইন ও প্রাইম নিটওয়্যারের শ্রমিকদের ছাঁটাই বন্ধের দাবিতে এই সমাবেশ।'

তিনি বলেন, ‘ফকির নিটওয়্যারস শ্রমিকদের নামে যে মামলা করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। শ্রমিকরা কারখানায় ভাঙচুর চালায়নি। কিন্তু মালিকপক্ষ শ্রমিকদের হয়রানি করতে মিথ্যা অভিযোগে মামলা দায়ের করেছে।'