এবার নারায়ণগঞ্জে ‘রেড জোন’

করোনাভাইরাস
করোনা সংক্রমণের আশঙ্কা এবং অধিক ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে নারায়ণগঞ্জের কয়েকটি এলাকাকে ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে। ওই এলাকাগুলোতে লকডাউন কার্যকর করা হয়েছে।

রবিবার (৭ জুন) নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। নারায়ণগঞ্জের ‘রেড জোন’ বা লকডাউন করা এলাকাগুলো হচ্ছে: রূপায়ন সিটি, আমলাপাড়া ও জামতলা।

জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেন, ‘রূপায়ন সিটি, আমলাপাড়া ও জামতলা এলাকা লকডাউনের আওতায় থাকবে। এলাকাগুলো থেকে অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনও ব্যক্তি বাইরে আসতে পারবেন না এবং বাইরে থেকে কোনও ব্যক্তি ওই এলাকায় যেতে পারবেন না।’

তিনি জানান, ওই এলাকায় কোনও গণপরিবহন থামবে না। এলাকার কাঁচাবাজার বন্ধ করে ভ্রাম্যমাণ বাজারের ব্যবস্থা করা হবে। মসজিদের ইমামের নেতৃত্বে পাঁচ থেকে ছয় জন মুসল্লির উপস্থিতিতে জামাত অনুষ্ঠিত হবে। কর্মচারীসহ অন্যান্যদের যাতায়াত আপাতত বন্ধ করা হয়েছে। সবার জন্য সকল স্বাস্থ্যবিধি মানা বাধ্যতামূলক।