আট পুলিশ সদস্যসহ একদিনে করোনা শনাক্তের রেকর্ড

শরীয়তপুরশরীয়তপুরে আট জন পুলিশ সদস্যসহ নতুন করে ৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলায় একদিনে এটিই সর্বোচ্চ আক্রান্ত। রবিবার (১৪ জুন) বিকাল ৪টায় জেলা স্বাস্থ্য প্রশাসন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এ নিয়ে শরীয়তপুরে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৪৭ জন।

জেলা স্বাস্থ্য প্রশাসন সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে শরীয়তপুর সদর উপজেলায় ১১ জন, ভেদরগঞ্জে ৯ জন, জাজিরায় ১০ জন, নড়িয়ায় চার জন, গোসাইরহাটে তিন জন এবং ডামুড্যায় ছয় জন রয়েছেন। এদের মধ্যে শরীয়তপুর পুলিশ লাইনের ৮ জন পুলিশ সদস্য এবং ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক রয়েছেন।

এ পর্যন্ত জেলায় তিন হাজার ৮৬৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে তিন হাজার ৫৫০ জনের নমুনার ফলাফল পাওয়া গেছে।

জেলা করোনা কন্ট্রোল রুমের ফোকাল পার্সন ডা. আব্দুর রশীদ বলেন, 'আজ রেকর্ড সংখ্যক ব্যক্তির রিপোর্ট করোনা পজিটিভ পাওয়া গেছে। ডাক্তার, পুলিশ, সাংবাদিক সবাই এখন আক্রান্ত হচ্ছেন। আক্রান্ত সবাইকে আপাতত বাড়িতে হোম আইসোলেশনে থাকতে বলা হয়েছে। কেউ অসুস্থ বোধ করলে তাকে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হবে।'

উল্লেখ্য, জেলায় এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ২৪৭ জন। এর মধ্যে ১০৯ জন সুস্থ হয়েছেন এবং চার জন মৃত্যুবরণ করেছেন। জেলায় বর্তমানে করোনা আক্রান্ত রোগী ১৩৪ জন। এরা সবাই বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন।