নিকলী হাওরে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলো মেহেদী

নিকলী হাওর, ছবি ইন্টারনেট থেকে সংগৃহীতকিশোরগঞ্জের নিকলীর হাওরে গোসল করতে গিয়ে লাশ হয়ে ফিরলো মেহেদী হাসান (১৬) নামে এক স্কুলছাত্র। শনিবার (১১ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা সদরে বেড়িবাঁধ এলাকায় হাওরে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সে। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডুবুরিরা তার মরদেহ থেকে উদ্ধার করে।

মেহেদি নরসিংদীর শিবপুর উপজেলা সদরের মুজিবুর রহমানের ছেলে। শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল সে। 

স্থানীয়রা জানায়, শনিবার বিকালে মেহেদী তার ১০ বন্ধুকে নিয়ে নিকলীর হাওরে বেড়াতে যায়। তারা কেউ সাঁতার জানতো না। টিউব ভাড়া নিয়ে হাওরের পানিতে গোসল করতে নামে। এসময় মেহেদী, আল-আমিন ও রাব্বি একটি টিউব ধরে সাঁতার কাটছিল। এক পর্যায়ে মেহেদী টিউব থেকে ছিটকে গিয়ে নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ বেড়িবাঁধ থেকে প্রায় ৩০-৪০ ফুট দূর থেকে মেহেদীর মরদেহ উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে ছেলেটির পরিবারের লোকজন নিকলীতে আসে। পরে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়।