ফরিদপুরে করোনায় ব্যবসায়ীর মৃত্যু

করোনাভাইরাসফরিদপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেব দুলাল (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) ভোর পৌনে ৬টার দিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ৩০ জন।

দেব দুলাল শহরের দক্ষিণ টেপাখোলা এলাকার বাসিন্দা। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

তার ভাই জানান, বেশ কিছু দিন ধরে শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গে ভুগছেন দেব দুলাল। তার দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় এ বিষয়টিকে তারা শরীরের পুরনো রোগ হিসেবেই ভেবে নিয়েছিলেন। কিন্তু অবস্থার অবনতি ঘটলে তাকে শহরের ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, গত ৯ জুলাই দেব দুলাল করোনা শনাক্তের জন্য ফরিদপুর ডায়াবেটিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নমুনা দেন। গত রবিবার ফরিদপুর করোনা ল্যাবের পরীক্ষার প্রতিবেদনে তার করোনা শনাক্ত হয়। আজ ভোরে ওই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই ব্যবসায়ীর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।’