শনিবার (১৮ জুলাই) গাজীপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম জানান, প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশ অমান্য করে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকার কয়েকটি বেসরকারি স্কুল কর্তৃপক্ষ বেশ কিছুদিন ধরে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল। শনিবার সকালে স্থানীয় পেয়ারা বাগান এলাকার জরুন ন্যাশনাল স্কুলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস অনুষ্ঠিত হয়। খবর পেয়ে গাজীপুরের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ ওই স্কুলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এছাড়াও আদালত একই অপরাধে কোনাবাড়ীর হরিনাচালা এলাকার অরবিট এডু কেয়ার স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক জহিরুল ইসলামকে ১০ হাজার টাকা এবং এসরার নগর এলাকার অক্সফোর্ড মডেল স্কুলের শিক্ষক রবিন হোসেনকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এদিকে, ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে টাঙ্গাইল থেকে পরিচালিত কোনাবাড়ী শাখার শাহীন স্কুলে তালা দিয়ে পালিয়ে যায় ওই স্কুলের শিক্ষকরা। অভিযানে ব্যাটালিয়ন আনসার ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।