চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, নার্সসহ আটক ৪

প্রসূতির মৃত্যুর ঘটনায় বিক্ষোভমুন্সীগঞ্জের গজারিয়ায় বেসরকারি একটি হাসপাতলে চিকিৎসকের অবহেলায় একজন রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৮ জুলাই) বিকালে উপজেলার পুরান বাউশিয়া গ্রামের ইউসুফ আলীর স্ত্রী প্রসূতি খাদিজা বেগম (৩০) এর মৃত্যুর ঘটনায় স্বজন ও স্থানীয়রা হাসপাতালে বিক্ষোভ করেছেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে আটক করে।

আটককৃতরা হলেন—হাসপাতালের ব্যবস্থাপক পলাশ রায় (৩০), নার্স ফাতেমা (২৮), পূজা দত্ত (২৫) ও মিতু আক্তার (২৩)।

পসূতির মৃত্যুর ঞটনায় স্বজনদের আহাজারিপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খাদিজা বেগম (৩০) এর প্রসব বেদনা শুরু হলে শনিবার দুপুরে তাকে ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন মিয়াজী টি. এইচ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। বিকাল ৪টার দিকে তার সিজার করা হয়। কিন্তু, অপারেশনের পর বাচ্চাকে বাঁচানো গেলেও খাদিজা মারা যান।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, স্বজনদের অভিযোগ চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে। এ কারণে চিকিৎসকদের পাওয়া না গেলেও জিজ্ঞাসাবাদের জন্য ব্যবস্থাপক ও নার্সদের আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন আছে।

এ বিষয়ে জানতে চাইলে মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘আমি প্রাথমিকভাবে জানতে পেরেছি, ডা. তোফাজ্জল হোসেন রিজভী এনেস্থেসিয়া দেন এবং ডা. শারমিন সুলতানা সিজার করেন। বাচ্চাটি বাঁচলেও অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে তারা রোগীকে ঢাকায় নিতে বলেন। কিন্তু, এর মধ্যেই রোগী মারা যান। যে হাসপাতালে অপারেশন হয়েছে সেটি একটি রেজিস্টার্ড হাসপাতাল। চিকিৎসকের অবহেলা ছিল কিনা আমরা তা খতিয়ে দেখবো।’