মানিকগঞ্জে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে নিহত ২

সড়ক দুর্ঘটনাগাবতলী-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল-পিকআপের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা আইরমাড়া গ্রামের আছালত খানের ছেলে মোটরসাইকেল চালক আশরাফ খান (৩৮) এবং পিকআপে থাকা মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বরতলা গ্রামের আব্দুল জলিলের ছেলে আব্দুল্লাহ (৮)। আহত ব্যক্তি মোটরসাইকেল চালক আশরাফের কর্মচারী।

স্থানীয় সূত্রে জানা যায়, মাগুরা থেকে ছেড়ে আসা পিকআপ আসবাবপত্র নিয়ে ঢাকায় যাচ্ছিল। পিকআপটি গাবতলী-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়েকর বাস্তা এলাকায় আব্দুল আলী চেয়ারম্যানের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পিকআপটি যাত্রীসহ এবং মোটরসাইকেলটি আরোহীসহ রাস্তার দক্ষিণ পাশের খালের পানিতে পড়ে ডুবে যায়।

স্থানীয়রা পিকআপের যাত্রীদের উদ্ধার করেন। এ সময় পিকআপে থাকা ৮ বছরের শিশু আব্দুল্লাহকে পাওয়া না গেলে সাভার ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

অপরদিকে, মোটরসাইকেলের চালক ও পিছনে থাকা কর্মচারী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহী আশরাফকে মৃত ঘোষণা করেন। আর কর্মচারীকে মুমূর্ষু অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।