প্রবাসীর রক্তাক্ত লাশ উদ্ধার, স্ত্রী-সন্তান আটক

Narayanjangনারায়ণগঞ্জের ফতুল্লায় দাপাইদ্রাকপুর এলাকার নিজ বাসা থেকে জামাল হোসেন (৫৪) নামে এক সৌদি প্রবাসীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দাফনের আগে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। পুলিশের ধারণা ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী শারমীন আক্তার (৪৪), মেয়ে সামিয়া আক্তার (২০) ও ছেলে তানভির হাসান ডালিমকে (১৮) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। জামাল হোসেন ফতুল্লার দাপাইদ্রাকপুর এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সদর উপজেলার ফতুল্লার দাপাইদ্রাকপুর এলাকার বাসিন্দা জামাল হোসেন দীর্ঘ ২৫ বছর সৌদি আরব ছিলেন। দেড় বছর আগে সে দেশে ফিরে এসে আর সৌদি ফিরে যাননি। মঙ্গলবার রাত আড়াইটার নিজ বাড়ির বাথরুমে জামাল হোসেনের রক্তাক্ত লাশ পরে থাকে। এ সময় তার পরিবার ঘটনাটি পুলিশকে জানায়নি। এমনকি তাকে হাসপাতালেও নিয়ে যায়নি। বুধবার সকালে পরিবারের সদস্যরা বাড়ির ছাদে নিয়ে গোসল করিয়ে গোপনে লাশ দাফনের প্রস্তুতি নিতে থাকে। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ বুধবার সকালে রক্তাক্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন ঘটনাটি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের মাথায় আঘাতে চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা নাকি দুর্ঘটনা। এ ঘটনায় নিহতের স্ত্রী, ছেলে ও মেয়েকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল মান্নান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।