নার্স শিমু হত্যার প্রতিবাদে মানববন্ধন

মানববন্ধন নরসিংদী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স তাহমিনা সুলতানা শিমু হত্যায় জড়িত তার স্বামী রুহুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নরসিংদী সদর হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে প্রথমে সদর হাসপাতালের মূল গেটের সামনে ও পরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এ সময় আসামির সর্বোচ্চ শাস্তি চেয়ে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা নার্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েসনের সিনিয়র যুগ্ম মহাসচিব মনিরা বেগম, সিনিয়র সহ-সভাপতি আসাদ মিয়া, মোকারিমা খাতুন, নিহতের ভাই ও মামলার বাদী আলাউদ্দিন মিঠু প্রমুখ।

উল্লেখ্য, গত বুধবার (৭ অক্টোবর) রাতে তাহমিনা সুলতানা শিমুকে পারিবারিক কলহের জেরে গলাটিপে হত্যা করেন স্বামী রুহুল আমিন। এই ঘটনায় নরসিংদী সদর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই।