দেশে নৈরাজ্য সৃষ্টিকারী কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

টাঙ্গাইল সার্কেট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কেউ অপরাধ করলে তাকেও ছাড় দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘পুলিশ যেখানেই অন্যায় করেছে, শৃঙ্খলা ভঙ্গ করেছে, সেখানেই তাদের আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করা হয়েছে। সিলেটের আলোচিত রায়হান হত্যার ঘটনার প্রধান আসামি শনাক্ত হয়েছে। অতি শিগগিরই তাকে গ্রেফতার করা হবে। দেশে নৈরাজ্য সৃষ্টিকারী কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না।’

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু পুলিশকে নির্দেশনা দিয়েছিলেন জনতার পুলিশ হতে। সেই লক্ষ্যে পুলিশ বাহিনী জনগণের সঙ্গে কাজ করে যাচ্ছে। পুলিশের স্লোগান “জনতাই পুলিশ, পুলিশ জনতা”। কোনও জাতীয় দুর্যোগ যখনই আসে, তখনই পুলিশ সামনে এসে দাঁড়ায়। করোনার সময় মৃত ও করোনা আক্রান্তদের তাদের আত্মীয়-স্বজনরা নিতে চাইতো না, তখন পুলিশ গিয়ে লাশ দাফন ও চিকিৎসার ব্যবস্থা করতো। এসব দৃশ্য শুধু বাংলাদেশের মানুষ নয়, সারাবিশ্বের  মানুষ দেখেছেন।’

সার্কিট হাউজ থেকে তিনি ঘাটাইলের সাবেক সংসদ সদস্য মরহুম মতিউর রহমানের কবর জিয়ারত করতে যান। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আতাউর রহমান খান, টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের এমপি ছোট মনির, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় প্রমুখ।