রূপগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণ: দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু



নারায়ণগঞ্জনারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রিমিয়ার স্টিল অ্যান্ড রি-রোলিং মিলে বিস্ফোরণে দগ্ধ আরও দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো চার জনে।

সর্বশেষ নিহত দুই শ্রমিক হলেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাংলাবাড়ী এলাকার আব্দুস সোবহানের ছেলে মো. শাকিল (২০) এবং কুড়িগ্রামের নাগেশ্বরি উপজেলার টিপু শেখের ছেলে আবু সিদ্দিক (৩০)।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শাকিল ও আবু সিদ্দিক নামে আরও দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। স্বজনদের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এছাড়া এ ঘটনায় দগ্ধ শ্রমিক রফিক মিয়া (৪৫) ও রাজু (৪০) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এর আগে বৃহস্পতিবার ভোরে ঘটনাস্থলে মিজানুর রহমান (৪২) এবং শুক্রবার বিকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ফাহিম (২৫) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছিল।