মুন্সীগঞ্জে ইয়াবা বিক্রি করতে এসে আটক ৭ রোহিঙ্গা

 



আটক সাত রোহিঙ্গা কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে মুন্সীগঞ্জে ইয়াবা বিক্রি করতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন ৬ নারীসহ ৭ রোহিঙ্গা। 

শনিবার (২৪ অক্টোবর) বিকালে মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুর থেকে তাদের আটক করা হয়। তারা হলেন নূর বেগম (৫০), তার দুই মেয়ে আজু বেগম (৩৫) ও নুরজাহান (১৯), ছেলের বউ জিয়া বল (৩০) এবং সুমাইয়া আক্তার (১৬), সাকিলা (২৫) ও নুর কায়দা (১৫)।
এ সময় ইয়াবা ব্যবসায় জড়িত থাকার অভিযোগে মুন্সীগঞ্জের লৌহজংয়ের গোয়ালিমান্দ্রার মো. রাশেদকেও (৩০) আটক করে পুলিশ।

তাদের সবার কাছ থেকে মোট ৯০০ পিস ইয়াবা ও নগদ ৯০ হাজার টাকা জব্দ করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুক্তারপুরের ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। আটকের সময় প্রত্যেকের কাছে ইয়াবা ছিল। তারা মিয়ানমারের বাস্তুচ্যূত রোহিঙ্গা। টেকনাফের লেদা ক্যাম্প ২৪ নম্বরের অস্থায়ী বাসিন্দা। দীর্ঘদিন ধরে তারা মুন্সীগঞ্জসহ নানা জায়গায় ইয়াবা বিক্রি করে আসছিল। পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা করেছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।