নিহত শিশু সাঈম হোসেন (৭) কেওয়া পূর্বখণ্ড এলাকার ইসমাইল হোসেনের ছেলে। গুরুতর আহত অটোচালক রিপনকে ময়মনসিংহ মেডেক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম জানান, শিশু সাঈম সড়কের পাশে দাঁড়িয়েছিল। এ সময় শ্রীপুরগামী প্রাইভেটকারকে সাইড দিতে গিয়ে অটোরিকশাটি শিশুর ওপরে উঠে পড়ে। এতে অটো উল্টে গিয়ে শিশু সাঈম ও চালক রিপন আহত হয়। স্থানীয়রা সাঈমকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অটোচালক রিপনকে ময়মনসিংহ মেডেক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কোনও অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে শিশুর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।