গ্রিন গোপালগঞ্জের লক্ষ্যে ভাঙা হলো আরও ২টি ‘অবৈধ’ ইটভাটা

গোপালগঞ্জকে গ্রিন জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে পরিবেশ অধিদফতর। সোমবার (১১ জানুয়ারি) বিকালে জেলা সদরের পুকুরিয়া এলাকার দুটি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মনোয়ার হোসেন। বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।  

গোপালগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানমো. আসাদুজ্জামান বলেন, ‘পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না নিয়ে পরিচলনা করায় জেলা সদরের পুকুরিয়া এলাকার মেসার্স শিয়ার ব্রিকস ও মেসার্স ম্যাক্স ব্রিকস নামের দুটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভাটা দুটির চিমনি ভেঙে দেওয়া হয়েছে। সব মালামাল বাজেয়াপ্ত করা হয়েছে, কাঁচা ইটও বিনষ্ট করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা গোপালগঞ্জকে একটি গ্রিন জেলা হিসেবে গড়ে তুলতে চাই। পরিবেশদূষণের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

এর আগে নিয়মবহির্ভূভাবে চালানোর অভিযোগে ৩১ ডিসেম্বর দুটি এবং ১৪ ডিসেম্বর চারটি ইটভাটা ভেঙে দেন ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান ওই অভিযান দুটির নেতৃত্ব দেন।