ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীকে গাছে বেঁধে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইলের ঘাটাইলে চুরির অপবাদ দিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক নারীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ কোচ নৃগোষ্ঠী ইউনিয়নের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কোচ ইউনিয়নের যুগ্ম-আহবায়ক রতন চন্দ্র কোচ, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক অলিক মৃ, সহ-সভাপতি শ্রী চন্দন কোচ, বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির জন জেত্রা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের টাঙ্গাইল জেলা কমিটির আহবায়ক ফাতেমা বিথী, সার্ক মানবাধিকারের টাঙ্গাইল জেলার সভাপতি অনিক রহমান বুলবুল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা সন্ধ্যা রানীকে নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান। সেইসঙ্গে তার পরিবারের নিরাপত্তা দেওয়ার দাবি জানান তারা। আসামিদের গ্রেফতারে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়।

প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি নৃগোষ্ঠীর ওই নারীকে চুরির অপবাদ দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে পরদিন ১০ জানুয়ারি উপজেলার সাগরদিঘী ইউনিয়নের মালিরচালা গ্রামের বাসিন্দা মনিরুল ইসলাম ভূইয়া (৮০), তার দুই ছেলে মোস্তফা (৪৫) ও সজিব ভূইয়া (৪০) এবং দুই মেয়ে খুকি বেগম (৩৭) ও সুমি আক্তারের (৩২) বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তিনদিন অতিবাহিত হলেও এখনও পুলিশ অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

মামলার তদন্ত কর্মকর্তা ঘাটাইলের সাগরদিঘি তদন্ত কেন্দ্রের পরিদর্শক জাকির হোসেন বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। দ্রুতই তাদের গ্রেফতার করতে সক্ষম হবেন বলে জানান তিনি।