কাশিয়ানীতে আগুনে পুড়লো ১০ ঘর, ২০ লাখ টাকার ক্ষতি

গোপালগঞ্জের কাশিয়ানীতে ১০টি ঘর আগুনে পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কাশিয়ানীর ব্যাসপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ব্যাসপুর গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় আগুন লেগে একই বাড়ির চার পরিবারের ১০টি ঘর পুড়ে গেছে। এতে নগদ টাকা, মালামাল ও গরু ছাগল পুড়ে ছাই হয়ে যায়। রান্না ঘর থেকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে স্থানীয়রা জানান।

আগুনে পুড়ে গেছে ঘরক্ষতিগ্রস্তারা হলেন মো. সোহেল সরদার, মো. হারেজ সরদার, মাসুদ বিশ্বাস ও রিপন সরদার।

আগুনের খবর পেয়ে রাতেই কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার রথীন্দ্র নাথ রায় ও জেলা পরিষদ সদস্য মো. লুৎফর রহমান লুথু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।