কালো কাপড় বেঁধে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি

মানিকগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। সোমবার (৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্র ইউনিয়ন জেলা শাখার আয়োজনে মানিকগঞ্জ প্রেস ক্লার চত্বরে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এতে ছাত্র ইউনিয়নের জেলা শাখার সাবেক সভাপতি এমআর লিটনের সভাপতিত্বে সহ-সভাপতি রুমা আক্তার, সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ, সহ-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাহুল সরকার, কোষাধ্যক্ষ সৈয়দ সাবরিনা সম্পা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক অনামিকা আক্তার স্বর্ণাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সহ-সভাপতি রুমা আক্তার বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা নামক যে কালো আইন আছে অনতিবিলম্বে তা বাতিল করতে হবে। এই আইনের জন্য মানুষ আজ স্বাধীনভাবে কথা বলতে পারে না। এই আইনের মাধ্যমে দেশে লেখক, সাংবাদিক, মুক্তমনা ও সংস্কৃতির্মীদের গ্রেফতার করা হয়েছে এবং হচ্ছে। এ জন্য অনতিবিলম্বে এই আইন বাতিল করতে হবে এবং এই আইনের মাধ্যমে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।’