সালথায় তাণ্ডব: ঘটনাস্থলে আ.লীগের ৭ নেতা

ফরিদপুরের সালথায় গুজব ছড়িয়ে ওই তাণ্ডব চালানোর ঘটনাস্থল পরিদর্শনে এসেছে আওয়ামী লীগের একটি টিম। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সালথায় সহিংসতায় ঘটনাস্থল পরিদর্শন আসেন তারা।

এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রহমান।

আওয়ামী লীগের পরিদর্শন দলে ছিলেন প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রহমান, লে. কর্নেল (অব.) ফারুক খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, ডা. দিপু মনি, আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল ও মির্জা আজম।

উল্লেখ্য, গত সোমবার (৫ এপ্রিল) সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা বাজারে লকডাউনের কার্যকারিতা পরিদর্শনে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হিরামণি। এ সময় সহকারী কমিশনারের উপস্থিতিতে মানুষ ছোটাছুটি শুরু করে।

পরে হেফাজতের জনৈক এক আলেমকে গ্রেফতার করা হয়েছে, এমন গুজব ছড়িয়ে সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত কয়েক হাজার মানুষ উপজেলা চত্বরে দেশীয় অস্ত্র ঢাল-কাতরা ও লাঠিসোটা নিয়ে প্রবেশ করে বিভিন্ন সরকারি দফতর ও থানায় হামলা ও ভাঙচুর চালায়। অভিযোগ রয়েছে এসময় পিুলশের চালানো গুলিতে দুই জন নিহত হন। পুলিশ ৫৮৮ রাউন্ড শট গানের গুলি, ৩২ রাউন্ড গ্যাস গান, ২২ টি সাউন্ড গ্রেনেড এবং ৭৫ রাউন্ড রাইফেলের গুলি ছুড়ে।