আশুলিয়ায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

ঢাকার আশুলিয়ায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১০ এপ্রিল) ভোর আনুমাণিক ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। পৌনে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ (ডিইপিজেড) ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস স্টেশনটির সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, আশুলিয়ার জিরাবো এলাকার সিলভার গ্রুপের সিলভার অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোট ৬টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। সকাল আনুমানিক ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। তাৎক্ষণিক কোনও হতাহতের তথ্য নেই। ক্ষয়ক্ষতি ও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে পরে জানানো হবে।