আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

আশুলিয়ার একটি পোশাক কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১০ এপ্রিল) সকালে জিরাবো এলাকার সিলভার অ্যাপারেলস কারখানায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকালে সাড়ে পাঁচটার দিকে কারখানার সাত তলায় গুদাম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই পুরো কারখানায় আগুন ছড়িয়ে পরে। খবর পেয়ে আশুলিয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় তাদের সঙ্গে সাভার ফায়ার সার্ভিসের দুটি ও উত্তরা ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।

বিষয়টি নিশ্চিত করে ডিইপিজেডের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম। তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি তিনি।