ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ

সর্বাত্মক লকডাউন ঘোষণার পর থেকে রাজধানী ঢাকা ছাড়ছে মানুষ। এজন্য চাপ বেড়েছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কেও। দূরপাল্লার গণপরিবহণ বন্ধ থাকায় মানুষ ট্রাক, পিকআপভ্যান, প্রাইভেটকার ও মোটরসাইলসহ বিভিন্ন ব্যক্তিগত যানবাহনে বাড়ি ফেরার চেষ্টা করছেন। মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুর ২টার দিকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ঘুরে এমন চিত্র দেখা যায়।

গত কয়েকদিন ধরেই ঢাকা ছাড়ছে মানুষ। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল থেকেই মহাসড়কে ছিল অতিরিক্ত যানবাহনের চাপ। মালবাহী ট্রাকসহ খোলা ট্রাকে, পিকআপভ্যান, মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়িতে গাদাগাদি করে বাড়িতে ফিরছেন যাত্রীরা। মাঝে মধ্যে মহাসড়কে দু'একটি করে বাসও চলাচল করতে দেখা গেছে। বিভিন্ন গাড়িতে যাত্রী পরিবহন করায় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। সংক্রমণ ঝুঁকি নিয়েই বাড়ি ফিরছেন তারা।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, মহাসড়কে চাপ বেড়েছে। আর যে সমস্ত বাস মহাসড়কে আটকা পড়েছিল তারা নিজ নিজ ডিপো বা টার্মিনালে পার্কিং করার জন্য যাচ্ছে। এসব বাসে কোনও যাত্রী পরিবহন করতে পারবে না। মহাসড়ক থেকে কোনও যাত্রী যেন পরিবহন না করতে পারে সেজন্য মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।