খেলা ভারতে, জুয়ার আসর কেরানীগঞ্জে

আইপিএল হচ্ছে ভারতে, আর তা টিভিতে সরাসরি সম্প্রচার দেখে জুয়ার আসর বসাচ্ছে একটি চক্র। টেলিভিশনে সম্প্রচারিত হওয়া আইপিএলের প্রতি বল ও ওভার প্রতি টাকা দিয়ে জুয়া খেলে আসছিলো তারা। এমনই একটি চক্রের ২৫ সদস্যকে কেরানীগঞ্জের সাতগাঁও এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো মো. মানিক, মো. রুবেল, নুরজামাল, রায়হান, মদ শোহাগ, মুহাম্মদ সুমন, মোহাম্মদ মাসুম, মো. আল-আমিন, আবুল কালাম, মানিক, নুর আলম, মারুফ, সেলিম, ভুলু, শাহ আলম, মোহাম্মদ আকরাম, মো. জসিম মোহাম্মদ, খোরশেদ আলম, মো. আরিফ, মো. শাওন, মোহাম্মদ শরীফ, হায়াত আমিন, মোহাম্মদ সোহেল।

এসময় তাদের কাছ থেকে একটি টেলিভিশন, একটি রিমোট কন্ট্রোল একটি টিনের কৌটা, ২১টি মোবাইল, ২০ হাজার ৮৮০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-১০ এর উপ অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র‌্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার অনলাইন জুয়াড়ি। বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের খেলাকে কেন্দ্র করে তারা একে অপরের মধ্যে বাজি ধরে আসছিল। তারা বেশ কিছুদিন ধরে সম্প্রতি শুরু হওয়া আইপিএল খেলায় বল ওভারপ্রতি টাকা ধরে জুয়া খেলে আসছিল। সেই সঙ্গে নিজেদের সর্বোচ্চ হারাচ্ছে এবং জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।