কালীগঞ্জে চাষিকে পিটিয়ে হত্যা!

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রয়েন গ্রামে ছাগল জবাই করে খেয়ে ফেলার জেরে চাষি আজিজুর রহমানকে (৩৩) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজিজুর রয়েন গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে। বুধবার (১৪ এপ্রিল) এ ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত ওসি এ কে এম মিজানুল হক জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রতিবেশীর এক ছাগল চাষি আজিজুরের চাষ করা বেগুন ক্ষেতে ঢুকে পড়ে। বেগুন ক্ষেত নষ্ট করায় ছাগলটি ধরে ওইদিন রাতে জবাই করে বন্ধুদের নিয়ে খেয়ে ফেলে তিনি।

পরদিন বুধবার ওই চাষি বাড়ির অদূরে গেলে ছাগলের মালিক ও তার লোকজন আজিজুরকে বেধড়ক পেটায়। এতে সে গুরুতর আহত হয়। ওইদিন বিকাল তিনটার দিকে স্বজন ও এলাকাবাসী তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টিকে গণপিটুনি হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়। পরে বুধবার রাতে নিহতের স্ত্রী আছমা খাতুন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে প্রতিবেশী মোস্তাক খানসহ জড়িত বেশ কয়েকজনকে মামলায় অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে বলে জানান ওসি।