করোনায় মানিকগঞ্জে নারীর মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মানিকগঞ্জে নূরজাহান আজাদ (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) ভোরে জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত নূরজাহান মানিকগঞ্জ পৌর এলাকার উত্তার সেওতা গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আরশ্বাদ উল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন। এনিয়ে মানিকগঞ্জে করোনায় আক্রান্ত মোট ৩৯ জনের মৃত্যু হলো।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নূরজাহান বেগমকে গত ৮ এপ্রিল করোনার উপসর্গ দেখা দেওয়ায় জেলা সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। একই দিন করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। পরের দিন (৯ এপ্রিল) পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। এরপর থেকে হাসপাতালের করোনা ইউনিটেই তার চিকিৎসা চলছি। গতকাল শুক্রবার মধ্যরাত থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এক পর্যায়ে শনিবার ভোর চারটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক আরশ্বাদ উল্লাহ বলেন, আজ সকালে করোনায় আক্রান্ত ওই নারীর মৃতদেহ স্বজনেরা নিয়ে যান। স্বাস্থ্য বিধি মেনে তাকে দাফন করা হবে।

জেলার সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ বলেন, স্বাস্থ্য বিধি না মেনে অবাধে চলাচলের কারণে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনার সংক্রমণ রোধে তিনি মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সবাইকে পরামর্শ দেন।