X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে ‘গরমে অসুস্থ’ হয়ে আরেক শ্রমিকের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি
০২ মে ২০২৪, ২৩:৫৪আপডেট : ০২ মে ২০২৪, ২৩:৫৪

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙা ইউনিয়নে ধান কাটতে গিয়ে ‘অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে’ আরেক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে (২ মে) ইউনিয়নের সেনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বামনডাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই কৃষিশ্রমিকের নাম বাবলু চন্দ্র (৫০)। তিনি বামনডাঙা ইউনিয়নের সরদারের ভিটা গ্রামের রাজকুমারের ছেলে। নদীভাঙনে বসতভিটা হারিয়ে গত পাঁচ বছর ধরে নাগেশ্বরী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের এগারো মাথা এলাকায় পরিবার নিয়ে বসবাস করছিলেন। তার পরিবারে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার জানায়, বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

বাবলুর শ্যালক বিষ্ণু বর্মন বলেন, ‘সকালে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় বাবলু চন্দ্র তার অন্য সহকর্মীদের সঙ্গে বামনডাঙা ইউনিয়নের সেনপাড়ায় আবু বকর সিদ্দিক নামে এক ব্যক্তির ধান কাটতে যান। দুপুরের দিকে ধানকাটা শেষে বোঝা পরিবহনের সময় অসুস্থ হয়ে জমিতেই বসে পড়েন। অন্য শ্রমিকরা তাকে পানি খাওয়ান। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই মারা যান। পরে মরদেহ বাড়িতে নিয়ে বিকালে দাহ করা হয়।’

বাবলুর অসুস্থতা নিয়ে জানতে চাইলে বিষ্ণু বলেন, ‘অনেক বছর আগে তার একবার স্ট্রোক হয়েছিল। কিন্তু তারপর থেকে সুস্থ ছিলেন। স্বাভাবিকভাবে কাজকর্ম করে জীবন চালাচ্ছিলেন। আজ জমিতে কাজ করতে গিয়ে অতিরিক্ত গরমে হয়তো আবারও স্ট্রোক করে মারা গেছেন। বিষয়টি চেয়ারম্যানকে জানানো হয়েছে।’

চেয়ারম্যান আসাদুজ্জামান রনি বলেন, ‘ওই শ্রমিক আমার এলাকার ভোটার ছিলেন। আজ জমিতে ধান কাটার কাজ করতে গিয়ে হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে বলে শুনেছি।’

এর আগে বুধবার (১ মে) সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নে ধান কাটতে গিয়ে ‘গরমে অসুস্থ হয়ে’ আবুল হোসেন (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে তার পরিবারকে খাদ্য ও অর্থ সহায়তা দেয় জেলা প্রশাসন। 

/এএম/
সম্পর্কিত
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু
সড়কে অসুস্থ হয়ে আনসার সদস্যের মৃত্যু
বনানীতে ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু
সর্বশেষ খবর
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
শর্তে একমত হতে পারেননি, বায়ার্ন ছাড়ছেন টুখেল
শর্তে একমত হতে পারেননি, বায়ার্ন ছাড়ছেন টুখেল
ইসরায়েলকে থামাতে হবে, আইসিজিতে দক্ষিণ আফ্রিকার আবেদন
ইসরায়েলকে থামাতে হবে, আইসিজিতে দক্ষিণ আফ্রিকার আবেদন
থানচির দুর্গম পাহাড়ি পাড়ায় আগুন, নিয়ন্ত্রণে এনেছে বিজিবি
থানচির দুর্গম পাহাড়ি পাড়ায় আগুন, নিয়ন্ত্রণে এনেছে বিজিবি
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন সচিব
বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন সচিব