গ্যাস বিস্ফোরণে স্ত্রীর পর স্বামীরও মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লার জামাইবাজার এলাকায় একটি তিনতলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট বাসায় গ্যাসের বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হাবিবুর রহমান (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরা। তিনি জানান, দগ্ধ হাবিবুর রহমানের শরীর ২৫ ভাগ পুড়ে গিয়েছিল। তার শ্বাসনালী পুড়ে যাওয়ায় তার মৃত্যু হয়। একই ঘটনায় সোমবার ভোরে হাবিবুর রহমানের স্ত্রী আলেয়া বেগমেরও (৩৮) মৃত্যু হয়। এ বিস্ফোরণের ঘটনায় স্বামী ও স্ত্রী উভয়ের মৃত্যু হলো

উল্লেখ্য, গত শুক্রবার (২৩ এপ্রিল) ভোরে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা জামাইবাজার এলাকায় তিনতলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট বাসায় গ্যাসের বিস্ফোরণে তিন মাসের এক শিশুসহ দুই পরিবারের ১১ সদস্য দগ্ধ হন। তাদের মধ্যে শিশুসহ ছয়জনকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। অন্য ৫ জনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ বিস্ফোরণের ঘটনায় স্বামী-স্ত্রীসহ দুইজনের মৃত্যু হয়েছে।

বিস্ফোরণে তিন তলা বাড়িটির ওই ফ্ল্যাটের দরজা-জানালাসহ কাঁচ ভেঙে যায়। দুই রুমের দেয়াল ভেঙে সিলিন্ডারের অংশ পাশের দুই তলা বাড়ির ছাদে গিয়ে পড়ে। বিস্ফোরণে বাড়িটির দেয়ালেও ফাটল দেখা দেয়। বিস্ফোরণের পর জেলা প্রশাসন ওই বাড়িটি সিলগালা করে দেন। এ ঘটনায় জেলা প্রশাসন ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে।